ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে নান্দাইলের চরাঞ্চল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০২:২৩ পিএম

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে নান্দাইলের চরাঞ্চল

ছবি : রূপালী বাংলাদেশ

আশ্বিনের একেবারে শেষ সময় এসে কিছুটা ঘন কুয়াশার দেখা মিলেছে। ভোরে কুয়াশার চাদরে ঢেকে গেছে আশেপাশের পুরো অঞ্চল। এতে প্রকৃতিতে কিছুটা শীতের আমেজ লক্ষ করা গেছে। এ যেন শীতের আগমনী বার্তা।

ময়মনসিংহের নান্দাইলে মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরাঞ্চলে এই কুয়াশার দেখা মেলে।

এদিকে, কুয়াশা দেখে এবার শীতের তীব্রতা বাড়বে বলে মনে করছেন অনেকে। ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার সিগ্ধতার মাখামাখিতে এ এক অন্যরকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে।

আবার কুয়াশায় ঢাকা এ পরিবেশকে বৈরী আবহাওয়াই বলছেন অনেকেই। বিশেষ করে ভোরে রাস্তায় হাঁটতে বের হওয়া মানুষ কুয়াশা অবলোকন করেন। আশ্বিন মাসের শেষে এমন কুয়াশা নিয়ে তাদের মাঝে দেখা দিয়েছে নানা কৌতূহল।

উপজেলার চরউত্তরবন্দ গ্রামের আলম বলেন, আজ হঠাৎ কুয়াশা দেখা গেছে। আজকের দিনে কুয়াশা স্মরণ করিয়ে দেয় যে শীত আসছে।

চরকামট খালী গ্রামের গোলাম মোস্তফা বলেন, হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো চরাঞ্চল। এতে শীতের সকালের মতোই আমেজ বিরাজ করছে। তবে এখন প্রতিদিন সকালে এই উষ্ণ শীতল আবহাওয়া উপভোগ করা যাচ্ছে।

আরবি/ এইচএম

Link copied!