ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বিদ্যালয়ের মাঠে নেপিয়ার ঘাসের চাষ, স্থানীয়দের ক্ষোভ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৫:৫৩ পিএম

বিদ্যালয়ের মাঠে নেপিয়ার ঘাসের চাষ,  স্থানীয়দের ক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

রাণীশংকৈলে কাতিহার হাজ্বী দবির উদ্দীন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে নেপিয়ার ঘাস আবাদ করা হচ্ছে। এতে মাঠ দখল থাকায় বিদ্যালয়ে খেলাধুলা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। বিকেল হলে স্থানীয় শিশুরা খেলাধুলা করতে পারছে না। অন্যদিকে মাঠে ঘাস চাষ করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, বাৎসরিক টাকার বিনিময়ে বিদ্যালয়ের মাঠে ঘাস চাষ করতে দিয়েছেন প্রধান শিক্ষক। এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর দারাজ নুর বিপ্লব বলছেন, মাঠের বিভিন্ন ফলের গাছ সংরক্ষনের জন্য মাঠে নেপিয়ার ঘাস আবাদ করা হচ্ছে। বিনিময়ে কোন অর্থ নেওয়া হচ্ছে না। সরেজমিনে গিয়ে বিদ্যালয় মাঠে
ঘাষ চাষাবাদ করার দৃশ্য দেখা মিলেছে। ওই বিদ্যালয়ে প্রবেশ মুখেই প্রধান ফটকের সামনে থেকে শুরু করে একাডেমির কাছাকাছি জমিতে গবাদিপশুর নেপিয়ার ঘাস আবাদের চিত্র দেখা মিলে। সেখানে প্রায় ৪০ শতাংশ জমি জুড়ে ঘাস রয়েছে। ঘাসের তিন দিকে ইটের প্রাচী দিয়ে ঘেরা রয়েছে। মাঠটি দ্রুত ফাঁকা করার দাবী জানিয়েছে শিক্ষার্থীসহ স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, বিদ্যালয়ের মাঠে ঘাস ও শ্রেণী কক্ষগুলো ময়লা আর্বজনায় ভরা সেই সাথে বাথরুমের সমস্যাসহ নানান সমস্যাও রয়েছে। এগুলো নিরসনে প্রধান শিক্ষকসহ বিদ্যালয় কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। তারা আরো বলেন, বিদ্যালয়টির এমন অবস্থা যে, বিদ্যালয়টির প্রধান ফটকে নাম ফলকটিও নেই। অপরদিকে বিশাল জায়গা নিয়ে মাঠে ঘাস আবাদ করছে প্রধান শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!