কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে তুফান ইসলাম রাসেল (২৫) নামের চালকের মৃত্যু হয়েছে। নিহত ওই ভটভটি চালক উপজেলার পূর্ব বাগ ভান্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাগভান্ডার রোডের মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ১১টার দিকে ভুরুঙ্গামারী থেকে নসিমনে করে মাটি আনতে বাগভান্ডার যাওয়ার সময় মাদ্রাসা সংলগ্ন এলাকায় গিয়ে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চালক রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, "বিষয়টি জানতে পেরে নিহতের বাড়ীতে পুলিশের টিম পাঠানো হয়েছে। সেখানে পুলিশ কাজ করছে।"
আপনার মতামত লিখুন :