ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যার আসামি নাছির গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৭:১০ পিএম

ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যার আসামি নাছির গ্রেপ্তার

র‌্যাবের হাতে আটক পলাতক আসামি নাছির ওরফে নাফির । ছবি: রূপালী বাংলাদেশ

পাবনা: পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে দুই শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি নাছির ওরফে নাফির (৩৫) গ্রেফতার হয়েছে। ২ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রাজধানী ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ ও র‌্যাব-৩ । ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে পাবনা র‌্যাব-১২ এর কার্যালয়ে কোম্পানি কমান্ডার এহতেশামুল খান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত নাছির পাবনা জেলা সদরের ভাড়ারা
ইউনিয়নের নলদহ গ্রামের মো. মুক্তার ভান্ডারীর ছেলে।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট পাবনা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে অস্ত্রে সজ্জিত হয়ে সাঈদ চেয়ারম্যানের নেতৃত্বে কিছু সন্ত্রাসী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন। ওই হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিক্ষার্থী মাহাবুব হাসান নিলয় (১৪) এবং জাহিদুল ইসলাম (১৯) নিহত হন। হামলা ও গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি র‌্যাবের নজরে আসে। ঘটনার পর সন্ত্রাসীদের চিহ্নিত করতে মাঠে নামে পাবনা র‌্যাবের গোয়েন্দা টিম। ঘটনাস্থলের আশেপাশের সিসি টিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও সংরক্ষণের মাধ্যমে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্ভুলভাবে চিহ্নিত করা হয় এবং সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সর্বাত্মক অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এবং র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজার, ঢাকা কোম্পানি কমান্ডার লে. কমা. তানভীর আহমেদ ইমন ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এর নেতৃত্বে অভিযান শুরু হয়।

র‌্যাবের ওই আভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিতিত্তে ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা কিলিং মিশনে সরাসরি জড়িত এজাহারনামীয় ৮ নং পলাতক আসামী মো. নাছির ওরফে নাফির কে গ্রেফতার করতে সক্ষম
হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী নাছির কে সাথে নিয়ে ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে অভিযান পরিচালনা করা হয়। তার দেওয়া তথ্যমতে ১টি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই হত্যাকান্ডে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র‌্যাব কমান্ডার।

আরবি/জেডআর

Link copied!