মহান বিজয় দিবস বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিনে এবার বগুড়ায় জেলা প্রশাসনের পক্ষ আলোচনা সভা হবে না। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এ কথা জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। তিনি বলেন, জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার আলোচনা সভা হবে না। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হবে।
জেলা প্রশাসন অডিটোরিয়ামে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :