সাবেক ব্রিগ্রেডিয়ার জেনারেল বিএনপি নেতা শামসুল ইসলাম শামসের নেতৃত্বে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড শহীদ মিনার সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা বাবু পল্লব রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায বক্তব্য রাখেন সাবেক ব্রিগ্রেডিয়ার জেনারেল বিএনপি নেতা শামসুল ইসলাম শামস।
প্রথান অতিথি শামস বলেন, আমাদের জাতীয় জীবনে ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহী- জনতা রাজপথে নেমে এসেছিলো জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। সিপাহি জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে বন্ধী দশা থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্য মন্ডিত।
এসময় উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক পৌর মেয়র এ.এফ.এম, আজিজুল ইসলাম পিকুল, বিএনপির নেতা আনোয়ার হোসেন মাস্টার, মো. নজরুল ইসলাম ফকির, যুবদল নেতা মো. রবিউল করিম ভূঁইয়া বিপ্লব, ছাত্রদল নেতা ফাহাদসহ ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :