ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

নওগাঁয় জাতীয় যুব দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৯:২৯ পিএম

নওগাঁয় জাতীয় যুব দিবস পালিত

ছবি: রূপালী বাংলাদেশ

"দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুঃ জাবেদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. কুতুব উদ্দিন, নওগাঁ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেট শফিকুল ইসলাম প্রমূখসহ যুব প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী, উদ্যোক্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন একটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের মূল কর্ণধার যুব সমাজ,তাই উচ্চ শিক্ষা ছাড়াও বেকার যুবদের কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দুর করা সম্ভব। আলোচনা সভার পরে ৮ জনকে ৪লাখ টাকার চেক প্রদান করা হয় এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথি যুব ভবন মাঠে বৃক্ষরোপণ করেন।

আরবি/জেডআর

Link copied!