ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ঢাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালীর নবীন বরণ ও মিলনমেলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০১:৫৮ পিএম

ঢাবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাঁশখালীর নবীন বরণ ও মিলনমেলা

ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস‍‍` অ্যাসোসিয়েশন অব বাঁশখালীর (ডুসাব) উদ্যোগে নবীন বরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডুসাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ডুসাব সভাপতি মো. হাবিব উল্লাহ।

আরও বক্তব্য রাখেন- ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ফয়সাল আকবর, মীর মিযান এসোসিয়েটসের স্বত্বাধিকারী মিজানুর রহমান সিকদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এম মোরশেদ কাজেমসহ ডুসাবের সিনিয়র শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে দেশাত্মবোধক ও চট্টগ্রামের আঞ্চলিক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টের আয়োজন করা হয়। এতে ঢাবির ২০২২-২৩ সেশনের ১৮ নবীন শিক্ষার্থীকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সিনিয়রদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে মিলনমেলার অংশ হিসেবে সংগঠনের (ডুসাব) পক্ষ থেকে বর্তমান ও প্রাক্তন সদস্যরা ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেন।

আরবি/ এইচএম

Link copied!