ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নিয়োগ পেলো নতুন ৭ পাবলিক প্রসিকিউটর

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৬:০৭ পিএম

নিয়োগ পেলো নতুন ৭ পাবলিক প্রসিকিউটর

ছবি: রূপালী বাংলাদেশ

গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় আইন ও বিচার বিভাগের বিধান মতে, রাঙামাটি জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব-স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানপূর্বক নিন্মোক্ত পদে নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো।

রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে নতুন যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন-পাবলিক প্রসিকিউটর পিপি-এ্যাডভোকেট প্রতিম রায়, সরকারি কৌসুলী জিপি (জেলা ও দায়রা জজ আদালত)-এ্যাডভোকেট মো. মামুনুর রশিদ মামুন,পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু দমন ট্রাইবুনাল-এ্যাডভোকেট মাকসুদা হক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিপি-(জেলা ও দায়রা জজ আদালত) এ্যাডভোকেট এ এস এম সাইফুল ইসলাম পনির, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এপিপি (জেলা ও দায়রা জজ আদালত) এ্যাডভোকেট গফুর বাদশা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এপিপি (জেলা ও দায়রা জজ আদালত) এ্যাডভোকেট শহীদুল ইসলাম ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ আদালত) এ্যাডভোকেট মো. রাইসুল কবির।

আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মারুফ হোসাইন ৩ নভেম্বর রাঙামাটি জেলার জেলা ও দায়রা জজ আদালতে নতুন কর্মকর্তা নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরবি/জেডআর

Link copied!