বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রান থেকে বঞ্চিত হলেও আশা করছে সামনে হাতে আসবে। তবে কবে আসবে তা সঠিক ভাবে জানা যায়। নতুন শ্রেণীতে উত্তীর্ণ ও নতুন বছরের ২ দিন অতিবাহিত হলেও নতুন শিক্ষাক্রমের পাঠ্যসূচীর নতুন বই রূপসা উপজেলার শিক্ষার্থীদের হাতে এখনো পৌঁছায়নি।
রূপসার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব মতে, রূপসা উপজেলায় মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০২টি।তন্মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৮, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২৫ ও অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯টি। ১০২টি স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৭ হাজার। দেশে আগস্টে গণঅভ্যুত্থান হওয়ার ফলে বিগত সরকারের আমলের অনুমোদিত পাঠ্যসূচি পরিবর্তন ও পরিবর্ধন করতে অন্ত:বর্তীকালীন সরকারের সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে করতে বিলম্বিত হয়। এজন্য বছরের প্রথম দিন `বই উৎসব` পালন করতে পারেনি। উপজেলার মোট ১৭ হাজার শিক্ষার্থী থাকলেও আজ পর্যন্ত ২ হাজার সেট বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, উপজেলায় ৬৮ টি সরকারী, ২৫টি বেসরকারি ও ৯টি অন্যান্য প্রাথমিক বিদ্যালয় মিলে মোট সংখ্যা ১০২টি। যেখানে ১৭ হাজার শিক্ষার্থী নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছে। এই ১৭ হাজার শিক্ষার্থীদের জন্য প্রয়োজন ১৭ হাজার সেট নতুন বই। কিন্তু আমাদের কাছে মাত্র ২ হাজার সেট বই পৌঁছেছে আজ পর্যন্ত। এজন্য আমরা সকল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে পারিনি। তবে আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে নতুন বছরের বই আমাদের কাছে পৌঁছালে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে পারবো। তবে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে পিডিএফ লিংক দেওয়া হয়েছে যেন ডাউন লোড করে লেখাপড়া চালিয়ে যায়।
আপনার মতামত লিখুন :