ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪

বাগেরহাটে বাস-মালিক শ্রমিক সমিতির নতুন আহবায়ক কমিটি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৮:০০ পিএম

বাগেরহাটে বাস-মালিক শ্রমিক সমিতির নতুন আহবায়ক কমিটি

ছবি: রূপালী বাংলাদেশ

বাগেরহাট আন্ত:জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭অক্টোবর) সকালে বাগেরহাট  বাসস্ট্যান্ডে  কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. শামিম খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মো. মিলন, যুগ্ন আহবায়ক মো. আশরাফ হোসেন (আশা) যুগ্ন আহবায়ক মো. রেজাউল করিম, যুগ্ন আহবায়ক মো. আনোয়ার হোসেন (আনো) সদস্য সচিব মো. সাইফুল ইসলামসহ ১৩ সদস্য বিশিষ্ট আওয়ার কমিটি গঠন করা হয়েছে।

শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. শামিম বলেন,বাগেরহাট বাস শ্রমিক ইউনিয়ন থাকবে মাদক মুক্ত। কোন চাঁদা বাজি থাকবেনা এই ইউনিয়নে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

বাস মালিক সমিতির আহবায়ক মশিউর রহমান সেন্টু বলেন, আমরা আশাবাদী তারা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে। তারা শ্রমিক ইউনিয়নকে আরো ঢেলে সাজাতে কাজ করবে।

সভায় নবগঠিত এই সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। সভা দোয়া মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা নবগঠিত এই সংগঠনের নেতৃবৃন্দকে শ্রমিকদের সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে চলার আহবান জানান।

আরবি/জেডআর

Link copied!