ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম জেলার নতুন এসপি সানতু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৬:০৭ পিএম

চট্টগ্রাম জেলার নতুন এসপি সানতু

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ২৭ বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা চৌকস কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সানতু। করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের জন্য নানামুখি সেবার উদ্যোগ নিয়ে নিজ বাহিনীতে প্রশংসিত হয়েছিলেন বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা।

৫ জানুয়ারি, রোববার পুলিশ সুপারের কার্যালয়ের দায়িত্বগ্রহণ করেন তিনি। এর আগে গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে তাঁকে চট্টগ্রামে পদায়ন করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সুদীপ্ত সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. সেলিম,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সুপারের কার্যালয়ের কর্মরত অফিসার ফোর্সদের সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন চট্টগ্রাম জেলা নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। তিনি পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন।

মুঠোফোনে জেলাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ মানুষের আস্থা যাতে পুলিশের উপর ফিরে আসা সে বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা পটিয়াসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা পুলিশের বিশেষ টিম কাজ করা শুরু করেছে।
 

আরবি/জেডআর

Link copied!