চন্দনাইশ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ৩ নভেম্বর রবিবার যোগদান করেছেন মো. রাজিব হোসেন। তিনি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আনুষ্ঠানিকভাবে ৪ নভেম্বর সোমবার দায়িত্বভার গ্রহণ করবেন । উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রশাসনের সব কাজের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চন্দনাইশ উপজেলা পরিষদ ও চন্দনাইশ পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। মো. রাজিব হোসেন সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় চলতি বছর ২২ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাঁকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের লক্ষে গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়। মো. রাজিব হোসেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও শেখপাড়া ডিএম ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৬ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। এরপর ২০২২ সালের ৩০ মে চট্টগ্রাম সদর সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ১ সন্তানের জনক।
আপনার মতামত লিখুন :