ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

ফেনীতে নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৩:৫৭ পিএম

ফেনীতে নাইজেরিয়ান নাগরিক আটক

ছবি: রূপালী বাংলাদেশ

ভারত থেকে অবৈধ উপায়ে অনুপ্রবেশের সময় ফেনীর সীমান্ত এলাকায় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম GILBERT APEH, পিতা- EMEKA। পাসপোর্ট নং A10880738। তার সাথে থাকা পাসপোর্টের তথ্য মতে, তিনি গত ২২ মে নাইজেরিয়া হতে বিমানযোগে ভারতের নিউ দিল্লি এয়ারপোর্টে আসেন। সেখানে বেশ কিছুদিন যাবৎ অবস্থান করে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। 

এদিকে পৃথক অভিযানে ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী সোনাপুর কবরস্থান নামক স্থান থেকে বিপুল সংখ্যক ভারতীয় মদ (হুইস্কি) ও  র্টাগেট ট্যাবলট জব্দ করে। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৩২ হাজার টাকা।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিককে আটক করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। একইদিনে ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত মাদক ও ট্যাবলেট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে।

তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!