ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সংযোগ সড়ক নাই, কাজে আসছে না ৭ কোটি টাকার সেতু

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৬:১১ পিএম

সংযোগ সড়ক নাই, কাজে আসছে না ৭ কোটি টাকার সেতু

ছবি: রূপালী বাংলাদেশ

উল্লাপাড়া উপজেলার বাড়ইয়া এলাকার বিলসূর্য নদীর উপর নির্মানাধীন সড়ক সেতুর মূল অবকাঠামোর কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দুপাশের সংযোগ সড়কের কাজ।
স্থানীয় লোকজন নির্মানাধীন সেতুর দুই পাশে বাঁশের মই ফেলে পার হয়েছেন অনেকদিন। তবে ২০২৪ সালে সামান্য মাটি ফেলে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন। এই পথে প্রায় ১৫ গ্রামের লোক চলাচল করে থাকে। ৭ কোটি টাকা ব্যয়ে ৯৪ ফিটের এই সেতুটি নির্মান করছেন স্থানীয় সরকার অধিদপ্তরের উল্লাপাড়া অফিস।

স্থানীয় লোকজন জানান, স্বাধীনতার পর থেকে তারা স্থানীয় বাসিন্দারা বিলসূর্য নদীর উপর একটি সেতু নির্মানের দাবি জানিয়ে আসছিলেন। তারই প্রেক্ষিতে গত ২০১৯ সালে এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির মূল অবকাঠামো দীর্ঘদিন আগে শেষ হলেও দুপাশের সংযোগ সড়ক নির্মান না হওয়ায় এই পথে চলাচলকারী মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক নির্মান না হওয়ায় এলাকাবাসী নিরুপায় হয়ে দুপাশে বাঁশের মই ফেলে এবং কিছুদিন পূর্বে সামান্য মাটি ফেলে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। ভুক্তভোগীরা দ্রুত এই সংযোগ সড়ক নির্মানের জন্য দাবি জানান।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে কথা হয় এই পথে চলাচলকারী মোমেনা আলী বিজ্ঞান স্কুলের শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন জানান, সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সেতু পার হতে হচ্ছে। বৃষ্টির দিনে অনেকেই এই ব্রিজের সংযোগ সড়কের ঢালু জায়গা পার হতে পড়ে যেতে হয়েছে। দ্রুত এই সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান সানজিদা।

কৃষক বুলবুল হোসেন জানান, বাজারে কৃষি পণ্য নিয়ো যাওয়া যায় না। সেতু নির্মানের পূর্বে এই ঘাটে নৌকা থাকতো। এখন সেতু হয়েছে বিধায় ঘাটে আর নৌকা পাওয়া যায় না। দীর্ঘদিন আগে ব্রিজের মূল অবকাঠামোর নির্মাণ কাজ শেষ হলেও এখন পর্যন্ত সংযোগ সড়ক না হওয়ায় আমাদের চর দুভোর্গ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, বাড়ইয়া সড়ক সেতুর ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এখন সংযোগ সড়কের জন্য যথাসময়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় ভূমি অধিগ্রহণের লক্ষ্যে আবেদন জানানো হয়েছিল। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু এই সংযোগ সড়কের এক পাশে বড় কয়েকটি গাছ রয়েছে। গাছগুলো বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু গাছের মূল্য কম হওয়ায় গাছগুলো বিক্রি সম্ভব হয়নি। আবারো দরপত্র আহ্বান করা হয়েছে। গাছগুলো বিক্রি হলে দ্রুত এই সেতুর দুই পাশে সংযোগ সড়কের কাজ সম্পূর্ণ করা হবে।
 

আরবি/জেডআর

Link copied!