বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না! বাড়ছে শীত। একই সাথে চারপাশ ঘিরে আছে কুয়াশা। সড়ক-মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। মধ্যরাত থেকেই দেশের অন্যান্য স্থানের মতো শিবচরেও পরতে শুরু করে কুয়াশা। বেলা বাড়ার সাথে সাথে যেন কুয়াশা নেমে আসছে আরও। পথ-ঘাট ঢাকা পরছে ঘন কুয়াশায়। স্বল্প দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না প্রায়।
জানা গেছে, গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। একই সাথে ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। মাদারীপুর জেলার শিবচরের পদ্মা ও আড়িয়াল খাঁ নদ-নদীর চরাঞ্চলে দূর্ভোগ বেড়েছে মানুষের। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে নদী পাড়ের মানুষেরা।
এদিকে জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। কুয়াশার কারণে সকল পরিবহনই হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। এছাড়া শীত ও কুয়াশার কারণে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কম থাকায় ছোট পরিবহনে যাত্রী সংকট রয়েছে।
পরিবহন চালক মো.কাশেম বলেন,`ভোর থেকেই প্রচুর কুয়াশা। সড়কে সামান্য দূরের কিছু দেখা যাচ্ছে না। হেড লাইট জ্বালিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে।`
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, `ভোরে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম এখন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে।`
আপনার মতামত লিখুন :