নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিসিক এলাকায় শ্রমিক অসন্তোষের ঘটনার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। এদিকে বেতন পরিশোধ না করায় ফতুল্লা অবন্তী গার্মেন্টসের মালিক আসলাম সানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে কল-কারখানা অধিদপ্তর। সোমবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।
তিনি জানান, আলোচনায় জেলা প্রশাসনের কমিটি জেলা প্রশাসকের নির্দেশে কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কল কারখানা অধিদপ্তর। এসময় তারা শ্রমিকদের আশ্বস্ত করে বলেছেন এই মামলার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাবে।
এর আগে সোমবার সকালে ফতুল্লা বিসিকে বকেয়া বেতন ভাতার দাবীতে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে গার্মেন্টস শ্রমিকরা। এসময় ক্রোণীসহ বেশ কয়েকটি গার্মেন্টসে ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরবর্তীতে দুপুরে পুরো বিসিক শিল্পাঞ্চল বন্ধ করে দেন শ্রমিকরা।
পরবর্তীতে সেনাবাহিনী শিল্প পুলিশ ও প্রশাসনের সদস্যরা আলোচনা শেষে শ্রমিকদের আশ্বস্ত করলে বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
আপনার মতামত লিখুন :