ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে টানা সহিংসতার পর স্বাভাবিক জনজীবন

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১১:৪৪ এএম

রাঙামাটিতে টানা সহিংসতার পর স্বাভাবিক জনজীবন

ছবি: সংগৃহীত

পাঁচ দিন পর স্বাভাবিক হয়ে এসেছে রাঙামাটির জনজীবন। টানা সহিংসতার পর গতকাল থেকে জেলায় বসেছে সাপ্তাহিক হাট, খুলেছে দোকানপা, চলছে যানবাহন। তবে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ছিল সাপ্তাহিক হাটের দিন। বনরূপা, কল্যাণপুর, তবলছড়ি ও রিজার্ভ বাজারে ক্রেতা-বিক্রেতার স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।

এদিকে, রাঙামাটি, খাগড়াছড়ি ও দীঘিনালায় আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য সব ধরনের শ্রেণি কার্যক্রম বর্জনের ডাক দিয়েছেন। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া, আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে গতকাল প্রস্তুতি সভা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

সভায় বলা হয়, এবার জেলায় ৪৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে।  

আরবি/জেআই

Link copied!