চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, শুধু স্লোগানই সুন্দর নয় আমাদের কর্ম পদ্ধতিও সুন্দর হতে হবে। আমরা সমালোচনা করবো তবে সেটা গঠনমূলক সমালোচনা হলে ভালো হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা অসহায় তারাই যেন সমাজসেবা সুবিধাগুলো পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কর্মসূচি সম্পর্কে অনেকেই জানেন না। জনসাধারণকে জানাতে হলে প্রচার আরো বাড়াতে হবে।
ডিসি বলেন, আমি চাই এতিমখানা ফাঁকা থাকুক। ফাঁকা থাকুক তা দোষের নয়। আমরা চাই প্রতিটি শিশু যেন তাদের পরিবারের সদস্যদের কাছে থেকে বদ হতে পারে।
১০/২০ টাকা ভিক্ষা দেয়া মানে ভিক্ষাবৃত্তি বাড়াচ্ছেন। সবাই মিলে ভিক্ষাবৃত্তিকে না করতে হবে। ভিক্ষাবৃত্তি না বাড়িয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ছাগল বা গরু দিয়ে ভিক্ষাবৃত্তি বন্ধ করা যাবে না। তাদের দৈনন্দিন খরচ পরিমানের টাকা না আসলেই তারা আবার ভিক্ষাবৃত্তি শুরু করে দিবে। আগেও দুর্নীতি হয়েছে এখনও হবে তা বর্তমানে কেউ চায় না। প্রতিটি দপ্তরের অন্যায় কার্যকলাপ কমিযে ফেলতে হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, এর আগে দিবসটি উপলক্ষে সকালে চাঁদপুর সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে ওযাকথন বের হয়। ওয়াকথনটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়।
আপনার মতামত লিখুন :