ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে নার্সের ভুলে প্রাণ গেল শিশুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০২:০১ পিএম

ঠাকুরগাঁওয়ে নার্সের ভুলে প্রাণ গেল শিশুর

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে তিনদিন বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাভির ইনজেকশন হাতের শিরায় পুশ করার কারনে মৃত্যু হয় শিশুটির৷ শিশুটির বাবা সাব্বির হোসেন ঠাকুরগাঁও পৌর শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা।

শিশুটির পরিবার অভিযোগ করে বলেন, গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।

সোমবার দুপুরে বাচ্চাটা বেশি অসুস্থ হয়ে যায়। এ সময় নার্সদের ডাকা হলে তারা সানিকোর্ড নামে একটি ঔষধ নিয়ে আসতে বলেন। পরে ঔষধটি নিয়ে আসা হলে একজন নার্স সেই ঔষুধ সিরিঞ্জে করে নিয়ে হাতের ক্যানুলাতে পুশ করেন ৷ এরপর ধীরে ধীরে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয় বাচ্চার শরীরে। পরবতীতে নার্সরা তাৎক্ষনিক চিকিৎসকে বিষয়টি অবগত করলে চিকিৎসক রংপুর নিয়ে যেতে বলেন শিশুটিকে। ওইদিন বিকেলেই মারা যায় শিশুটি।

এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন পরিবারের স্বজনেরা।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন,খবর পেয়ে শিশু ওয়ার্ডে যাই৷ 

তিনদিন বয়সী শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব৷

আরবি/জেডআর

Link copied!