ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

কালাইয়ে আলুর ক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৪:৪৯ পিএম

কালাইয়ে আলুর ক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে আলুর ক্ষেত থেকে মালেক খান ফটো (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। মৃত মালেক খান করিমপুর পূর্ব কুজাইল গ্রামের মৃত অফিল খানের ছেলে বলে জানা গেছে। সে উপজেলা বেগুনগ্রামের চশমায়ে উলুম ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত দপ্তরি ছিলেন।

স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা যায়, মালেক খান ফটো গত বৃহস্পতিবার বিকালে তার আলুর ক্ষেতে সার প্রযোগ করার জন্য বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বেড় হয়ে তিনি মোটরসাইকেল নিয়ে স্থানীয় ত্রিমোহনী বাজার সার ক্রয় করেন। পরে সেখান থেকে সার নিয়ে তার রোপণকৃত আলুর জমিতে রওনা দেন। এরপর থেকে সে নিখোঁজ হন। এদিকে মালেক খান বাড়িতে না আসায় তার পরিবার অনেক খোঁজাখোঁজি করে তার সন্ধান পাননি। শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিবেশির কাছ শুনতে পান মালেক খান কুজাইল দিঘীর দক্ষিণ পার্শে (বড়ো কোদাল) নামক স্থানে একটি আলুর ক্ষেতে লাশ পড়ে আছে বলে জানান। পড়ে স্থানীয়রা কালাই থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃত মালেক খানের স্ত্রী জামিলা বেগম ও মেজ ছেলে সিদ্দিকুর রহমান জানান, তাদের সাথে স্থানীয় এক পরিবারের বিরোধ ছিল। ওই বিরোধের কারনেই সম্ভবত এই হত্যাকান্ড হতে পারে বলে জানান তারা।

কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, আলুর ক্ষেতে একটি লাশ পড়ে থাকার খবর পেলে ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে লাশ ময়না তদন্তের জন্য জয়পুহাট জেলা আধুনিক জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং সেই সাথে আইনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরবি/জেডআর

Link copied!