ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

৩২ ঘণ্টা পর দূর্বৃত্তদের কবল থেকে ফিরল বৃদ্ধ শাকের

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৭:২৬ পিএম

৩২ ঘণ্টা পর দূর্বৃত্তদের কবল থেকে ফিরল বৃদ্ধ শাকের

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং মিনা বাজার থেকে অপহৃত বৃদ্ধ শাকের কম্বনিয়া পাড়ায় কৃষকের সহায়তায় উদ্ধার হয়েছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরের দিকে হোয়াইক্যং কম্বনিয়া পাড়া পাহাড় হতে রশি বাঁধা অবস্থায় পালিয়ে আসার সময় ক্ষেতে কর্মরত এক কৃষক দেখতে পেয়ে নিজের জিম্মায় নেয়। এরপর ভিকটিমের বাড়িতে ফোন করে অপহ্নত শাকের আহমদকে নিয়ে যাওয়ার জন্য বলেন। তখন লোকজন দলবদ্ধ হয়ে ভিকটিমকে উদ্ধারে কম্বনিয়া পাড়ায় যায়।

এলাকাবাসীর সমন্বয়ে একটি দল কম্বনিয়া পাড়া হতে অপহৃত শাকের আহমদ (৬০) কে পাওয়া যায়। দুপুরে ভিকটিমকে উদ্ধার করে এলাকায় আনা হয়। 

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ফজরের নামাজ পড়তে বের হয়ে অপহরণের শিকার হয়েছে উপজেলার হোয়াইক্যং ইউপির মিনা বাজার ঘোনা পাড়ার মালয়েশিয়া ফেরত শাকের আহমদ (৬০)। অপহরণকারীরা পরিবারের নিকট অর্ধকোটি টাকা মুক্তিপণ দাবি করে।

অপহৃত বৃদ্ধ শাকের গত ৩ বছর আগে মালয়েশিয়া হতে প্রবাস জীবন শেষ করে বাড়িতে আসে। তার এক ছেলে মালয়েশিয়ায় নাগরিকত্ব নিয়ে আছে। কয়েক দিন পর আরো আরো এক ছেলে মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। তিনি বৃদ্ধ বয়সে ধর্ম-কর্ম করে জীবন কাটিয়ে আসছিলেন।

স্থানীয় সচেতন মহলের মতে, স্থানীয় এবং বহিরাগত কতিপয় স্বশস্ত্র দূর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে।

আরবি/জেডআর

Link copied!