বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ সড়কের সাহারপুকুর বাজারের অদূরে মোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হলেন-নওগাঁ সদর উপজেলার ঘাড় তিলকপুর গ্রামের নুর ইসলামের ছেলে শাহীন আলম (২৫) এবং আহত হয়েছেন দুপচাঁচিয়া তালোড়ার খাইরুল ইসলামের ছেলে নিয়ামত হোসেন (২৬) । গোবিন্দপুর ইউনিয়নে ইউপি সদস্য মিলন প্রাং বলেন, মঙ্গলবার সন্ধ্যায় দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার মোরগ্রাম এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় মোটরসাইকেলের চালক শাহীনকে গুরুত্ব আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওপর মোটরসাইকেলের চালক লিয়াকত হোসেন (২৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের লাশ বর্তমানে হসপিটালে আছে।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :