ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ, পাবনায় শহীদি মার্চ কর্মসূচি

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৬:৩১ পিএম

ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ, পাবনায় শহীদি মার্চ কর্মসূচি

ছবি: রূপালী বাংলাদেশ

ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্বরনে শহিদী মার্চ কর্মসুচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার সদস্যরা। এ উপলক্ষে
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পাবনায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এডওয়ার্ড কলেজ মাঠ থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট শহীদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ বিপ্লব
হোসেন, বরকতুল্লাহ ফাহাদ হ অন্যরা। 

বক্তারা পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ জাহিদ এবং মাহবুব নিলয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

আরবি/জেডআর

Link copied!