ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

শিবচরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের মানববন্ধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৩:৪৭ পিএম

শিবচরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের মানববন্ধন

ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের ডাকে মানববন্ধন হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২০ অক্টোবর) দুপুর একটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচী পালন করে কর্মজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ এবং শিবচর আইএইচটির শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের অনুপাত হবে ১:৩ ও ১:৫। সেই অনুপাতে মেডিকেল টেকনোলজিস্ট এর পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।কেননা নিয়োগ না দিলে সাধারণত চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়বে। এছাড়া তাদের নিম্নলিখিত ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

১। স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে।

২। ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদ মর্যাদা প্রদান করে এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।

৩। গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।

৪। ঢাকা আইএইচটিকে(IHT) "বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি" নামকরণে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে হবে। উক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল আইএচটিসমুহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে।

৫। মেডিকেল টেকনোলজিস্ট কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে।

৬। বি ফার্ম সহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশীপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

এসময় ডিএম হাবিবুর রহমান (এসআইটি), মো. হুমায়ুন কবির (এমটি ল্যাব), গোলাম রেজাউন নবী রুবেল (এমটি ল্যাব), গোপাল হালদার (ফার্মাসিস্ট), ডিএম আ. জলিল মিয়া (এসআইটি), আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান, আয়শা ইসলামসহ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

আরবি/ এইচএম

Link copied!