সিরাজগঞ্জে বিপুল পরিমান নেসাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন সহ বাবা মেয়েকে আটক করেছে র্যাব।
গতকাল রাতে সিরাজগঞ্জের পৌর এলাকার কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে ৩৩শ ৮০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন সহ বাবা মেয়েকে আটক করা হয়। এসময় ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলো রংপুর জেলার পিরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আকবর আলী (৬৩) এবং তার মেয়ে শামীমা খাতুন (৩১)।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, তারা বাবা মেয়ে মিলে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে ৩৩শ ৮০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন সহ তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :