ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

পটিয়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প আজ, থাকছে ৫ বিশেষজ্ঞ চিকিৎসক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০১:৩৫ এএম

পটিয়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প আজ, থাকছে ৫ বিশেষজ্ঞ চিকিৎসক

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের দিকনির্দেশনায় দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হবে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হবে এ মেডিকেল ক্যাম্প। চলবে একটানা দুপুর ১ টা পর্যন্ত। পটিয়া পৌর সদরের গাজী কনভেনশন হলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।

ফ্রী মেডিকেল ক্যাম্পে ৫ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করবেন বলে উপজেলা ও পৌর যুবদল সূত্রে জানা গেছে।

চিকিৎসকেরা হলেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী, ডা. মো. মাহবুবুল ইসলাম রিয়াদ, ডা. ইরফাতুল আলম আসিফ, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবু সুফিয়ান ফয়সাল, বাত ব্যাথা রোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান জুয়েল।

এ ব্যাপারে উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু ও পৌর যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল বলেন, স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক আধুনিক বাংলাদেশের স্থপতি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের 

ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি হাজারো মানুষ এ চিকিৎসা সেবা নিতে আসবে। আমরা ইতোমধ্যে সবধরনের প্রস্ততি সম্পন্ন করেছি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছি। দেশনায়ক তারেক রহমান আমাদের জন্য শুধুমাত্র একজন নেতা নন তিনি আমাদের আদর্শের বাতিঘর, আমাদের আস্থার সর্বশেষ আশ্রয়স্থল। তার নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ, আর যখন তিনি ঘোষণা দেন, তখন আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি এই সাহসী মানসিকতা আমাদের দিচ্ছে এক নতুন উদ্দীপনা। প্রতিটি পদক্ষেপে আমরা তাঁর নেতৃত্বে অগ্রসর হচ্ছি, সংগ্রামে সমবেত হয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি, আমাদের আদর্শকে কেউ দমন করে রাখতে পারবে না। আজ আমরা একসাথে যে গণতান্ত্রিক অভিযাত্রায় রয়েছি মানুষের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব পুন:প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছি তাতে সর্বোচ্চ দৃঢ়তা ও বিশ্বাস নিয়ে বাংলাদেশের জনগণের পাশে আছে ও থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

আরবি/জেডআর

Link copied!