সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার নার্সের অবহেলার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের অভিযোগ রোগীর অবস্থা খারাপ দেখে বার বার ডাক্তার নার্সদের ডেকেও চিকিৎসা সেবা পাওয়া যায় নি। এ ঘটনায় হাসপাতালের পরিচালক বরাবর একটি অভিযোগ দিয়েছে রোগীর স্বজনরা।
রোগীর স্বজনরা জানান, শুক্রবার বমি ও পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে ভর্তি হন আমিনুল ইসলাম (৪৫)। হঠাৎ আজ সকালে রোগীর অবস্থা খারাপ হলে বার বার ডাক্তার নার্সদের ডাকলে কেউ এগিয়ে আসে নি। রোগী মারা যাওয়ার পর এসে নার্স এসে একটি ইনজেকশন দেয়। মারা যাওয়ার ইনজেকশন দিয়ে লাভ কি। আমরা এর উপযুক্ত বিচার চাই।
এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে এক রোগীর অবস্থা খারাপ হলে সবাই ডাক্তার নার্সদের বার বার আসতে বললেও কেউ আসে নি। এই হাসপাতালে ঠিকমতো চিকিৎসা সেবা দেওয়া হয় না। আমাদের টাকায় হাসপাতাল চলে আর আমরা সেবা পাই না।
নিহত মো. মিনুল ইসলাম (৪৫) সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সাটিকাবাড়ি গ্রামের মৃত নসিমুদ্দিন তালুকদারের ছেলে।
এ বিষয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর শিপন বলেন, আমি ব্যাপারটা দেখেছি এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। রোগীর স্বজনরা আমার কাছে একটি অভিযোগ দিয়েছে। অভিযোগে রোগীর স্বজনরা জানিয়েছেন রোগীর অবস্থা খারাপ হলে নার্স ডাক্তারদের পায় নি। নার্স ডাক্তারদের অবহেলিতজনিত কারনে রোগীর মৃত্যু হয়েছে নাকি অবস্থা খারাপ ছিলো তা অতি দ্রুত সময়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :