ময়মনসিংহের নান্দাইলে পাকা সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী। উপজেলার বীরকামট খালী বেতাগৈর ইউপি ভায়া চরউত্তরবন্দ সড়কে চরকামট খালী তিনতলা মসজিদের পাশে এই গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সড়কটিতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে সরেজমিন সড়কে গিয়ে দেখা যায়, চরকামট খালী তিনতলা মসজিদের পাশেই সড়কটির একপাশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন ও পথচারী। বীরকামট খালী দক্ষিণ বাজার থেকে চরউত্তরবন্দ বাজার ব্রীজ পর্যন্ত পাকা সড়ক এটি। ২০১৭ সালে পাকাকরণ করা হয়।
চরকামট খালী গ্রামের পল্লী চিকিৎসক মো. গোলাম মোস্তফা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু মেরামত করা হচ্ছেনা। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের।
মাইক্রোবাস চালক দুলাল মিয়া ও অটোরিকশাচালক আলম ছালাম ও আলামিন বলেন, রাস্তাটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে আমাদের। তাই সড়কটি দ্রুত মেরামতের দাবী জানান তারা।
স্থানীয় ১৩নং চরবেতাগৈর ইউনিয়ন পরিষদ প্রশাসক যুব উন্নয়ন উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন বলেন, ইউপি সচিবকে বলে প্রকল্পের মাধ্যমে গর্তটি মেরামতের ব্যবস্থা করা হবে।
নান্দাইল উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, ইউনিয়ন চেয়ারম্যানকে দিয়ে অথবা এডিবির স্কীমের মাধ্যমে এটি মেরামত করার ব্যবস্থা করবো।
আপনার মতামত লিখুন :