ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

গাবতলীতে বজ্রপাতে মরিচ চাষির মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৬:২৩ পিএম

গাবতলীতে বজ্রপাতে মরিচ চাষির মৃত্যু

ছবি: সংগৃহীত

কাঁচা মরিচের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সুলতান সরকার (৬০) নামের কৃষকের মৃত্যু হয়েছে। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বজ্রপাতে নিহত মরিচ চাষির মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ফিরে গেছে পুলিশ। নিহত সুলতান সরকার শিলদহবাড়ী গ্রামের মৃত সামেদ আলীর ছেলে। 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, কাঁচা মরিচের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হয় বলে জানিয়েছে নিহতের পরিবার ও স্থানীয়রা। লাশের সুরতহালেও বজ্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের দাবিতে মরদেহ রেখে আসা হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!