ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহে কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৩:২৭ পিএম

ময়মনসিংহে কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে একটি কীটনাশক তৈরির কারখানা আগুনে পুড়ে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। তবে আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, ‍শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ নগরীর বিসিক শিল্পনগরীর একটি কীটনাশক তৈরির কারখানার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।  পরে ১০টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও সাতটি ইউনিট যুক্ত হয়। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশপাশে পানির সুব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পোহাতে হয়।

আরবি/জেআই

Link copied!