পরিমাপে কারচুপির দায়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকায় মেসার্স ইশা ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, এদিন দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স ইশা ফিলিং স্টেশন পাম্পে তেলের ওজনের পরিমাপক যন্ত্রের মান পরীক্ষা করা হয়। সে সময় তেলের ওজনে কারচুপি পাওয়া যায়। এ অপরাধের দায়ে ফিলিং স্টেশনটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :