ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বগুড়ায় চেকপোস্টে ফেনসিডিল, কারবারি আটক

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:০৭ পিএম

বগুড়ায় চেকপোস্টে ফেনসিডিল, কারবারি আটক

ছবি: রূপালী বাংলাদেশ

রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৪৮ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেছে বগুড়া জেলা পুলিশ। এসময় মতিয়ার রহমান (৩৪) নামের মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে লালমনিরহাট আদিতমারীর ভাদাই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্যাস স্টেশন এলাকার মহাসড়কে চেকপোস্ট বসায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। যানবাহন তল্লাশির সময় ফেনসিডিলসহ হাতেনাতে মাদক কারবারিকে আটক করে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেন। 

আরবি/জেডআর

Link copied!