ঢাকা রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪

সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন বিএনপির জনসভা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১০:৩৮ পিএম

সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন বিএনপির জনসভা

ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকালে পিংনা উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়।

পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা দূর্নীতি সমর্থন করিনা, কাউকে দূর্নীতি করতেও দিবোনা। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাইনা, কেউ সন্ত্রাসী করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কোনো সন্ত্রাসীর স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবেনা। দলের মধ্যেও কেউ কেউ অপকর্ম করার চেষ্টায় লিপ্ত। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

শেখ হাসিনা উন্নয়নের নামে দেশ থেকে লুটপাট করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা মানুষের ভোটের অধিকার, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিলো। নির্যাতনের চরম সীমানায় পৌঁছে গেছিল তারা। এসব কারনেই মানুষ তাদের প্রত্যাখান করেছে। ছাত্র-জনতার আন্দোলনের কারনেই শেখ হাসিনাকে দেশ থেকে পলাতে হয়েছে। জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহিদ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমান সরকার সেই বিষয়টি বিবেচনা করবেন। আওয়ামী লীগের বিচার এদেশের মাটিতেই হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, আহ্বায়ক কমিটির সদস্য চাঁন মিয়া চানু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রন্জু মিয়া সহ সভাপতি পলাশ মিয়া ফারুক প্রমুখ।

পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!