বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৬:৪৬ পিএম

রামগতিতে জলদস্যু বাহিনীর হামলা, কুপিয়ে জখম ৬

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৬:৪৬ পিএম

রামগতিতে জলদস্যু বাহিনীর হামলা, কুপিয়ে জখম ৬

ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে মাছঘাট দখল নিয়ে জলদস্যুবাহিনীর হামলায় এক ব্যবসায়ীসহ ছয়জনকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার ৭ জানুয়ারি উপজেলার টাংকির খাল মাছ ঘাট এলাকায় মেঘনার কুখ্যাত জলদস্যু ফরিদ বাহিনীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলায় গুরুতর  আহত টাংকির খাল মাছঘাটের সভাপতি আবদুর রব ব্যাপারী, জামশেদ, ইদ্রিস, মোতাহার মাঝি ও  মোস্তফাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙকা জনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর টাংকির খাল মাছঘাট দখলে নিতে  মেঘনার কুখ্যাত  জলদুস্যু বাহিনী প্রধান ফরিদ উদ্দিন মেম্বার ও তার অনুসারী ফখরুল ইসলাম ফখরা ঘাটের সভাপতি আবদুর ব্যাপারীকে এলাকা ছাড়া করেন।  দীর্ঘ পাঁচ মাস পর মঙ্গলবার আদুররব ব্যাপারী ওই মাছঘাটে আসলে ফরিদ মেম্বারের ছেলে জীবনের নেতৃত্বে ফরিদ ও ফখরুল ইসলাম ফখরার ১৫ থেকে ২০ জনের একটি বাহিনী হামলা চালায়। এসময় হামলাকারীরা আবদুর রব ব্যাপারীসহ তার সাথে থাকা জামশেদ, ইদ্রিস, মোতাহার মাঝি ও  মোস্তফাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা  গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে ফরিদ মেম্বারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,  সৃষ্ট ঘটনাটি রামগতি ও হাতিয়া থানার সীমান্তবর্তী এলাকার।  এব্যাপারে খোঁজ  খবর নেয়া হচ্ছে।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাংকির বাজারে সংঘটিত ওই ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
 

আরবি/জেডআর

Link copied!