ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪

দূর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের মতবিনিময়

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৮:৪১ পিএম

দূর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের মতবিনিময়

ছবি: রূপালী বাংলাদেশ

দূর্গাপূজায় যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ও সর্বসাধারণের সোচ্চার হতে পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকালে জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় দূর্গাপূজা উদযাপন পরিষদের সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন, পূজা উদযাপন কমিটির সদস্য মহাদেব সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, গতবারের চেয়ে বেশি নিরাপত্তা নিশ্চিত করে এবার আরও ভালোভাবে পূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ ক‌রে। গতবছরের ন্যায় এবছর মন্দির বেড়ে ৪৪ টি মন্দিরে পূজা উদযাপন হবে। আসন্ন দুর্গাপূজা উৎস মুখর পরিবেশে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আরবি/জেডআর

Link copied!