পিরোজপুরের স্বরূপকাঠিতে বিকাশে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জাহিদ বকাউল (২৫) নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার ওই পুলিশ সদস্যের আইডি নং বিপি ৯৯১৮২১৫৭৯৮) । স্বরূপকাঠি পৌরসভার জগন্নাথকাঠি বন্দরস্থ ‘আনহা সুপার শপ’ এর বিকাশ ও ফ্লাক্সিলোড ব্যবসায়ী মো. হুসাইন এবং স্বরূপকাঠি বাসষ্ট্যান্ডের কনফেকশনারী ও বিকাশের ব্যবসায়ী মো. রিমন আহম্মেদের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার পিরোজপুর থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নেছারাবাদ থানায় নিয়মিত মামলা রজু হয়েছে। ওই দিনই পুলিশ তাকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
ওই দুই ব্যবসায়ীর অভিযোগসুত্রে জানা গেছে, পুলিশ সদস্য জাহিদ বকাউল গত ২৯ নভেম্বর ছারছীনা দরবার শরীফের মাহফিলে ডিউটি করার জন্য এসে স্বরূপকাঠি বাজারের ‘আনহা সুপার শপ’ এর ব্যবসায়ী মো. হুসাইনের কাছ থেকে বিকাশে দুটি বিকাশ নাম্বারে ২১ হাজার ৮০০টাকা নেয়। টাকা দেয়ার পরে দোকানী টাকা চাইলে ডিউটি শেষ করে টাকা দিবেন বলে জানায় জাহিদ। একইভাবে ওই পুলিশ সদস্য স্বরূপকাঠি বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী রিমন আহম্মেদের দোকান থেকে বিকাশে দুটি বিকাশ নাম্বারে ৩৪ হাজার ৩০০ টাকা পাঠায়। ওই দোকানী টাকা চাইলে তাদেরকে ডিউটির পরে টাকা দিবেন বলে জানায় পুলিশ সদস্য জাহিদ। এক পর্যায়ে টাকা না দিয়ে ওই পুলিশ সদস্য চলে যেতে চাইলে বিষয়টি থানায় জানায় ওই দুই ব্যবসায়ী। পরে এ ব্যাপারে ব্যবসায়ী হুসাইন ও রিমন পুলিশ সদস্য জাহিদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত সাপেক্ষে প্রাথমিকভাবে ঘটনার পেয়ে তাকে আটক করে। এছাড়াও জাহিদ একইভাবে জগৎপট্টি বন্দরে নেছারাবাদ থানা সম্মুখের শতাব্দি টেলিকম থেকেও বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা নিয়ে সটকে পড়েছেন বলে জানান ওই দোকানের মালিক মো. মজিবর রহমান।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ সদস্য জাহিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :