জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃতি মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া।
পুলিশ জানায়, সরিষাবাড়ী থানার বিভিন্ন এলাকা থেকে ১২ জনের মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় মোবাইল মালিকরা থানায় সাধারণ ডায়রি করে। এর পর থেকে পুলিশ তাদের প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে।
মোবাইল হাতে পেয়ে মালিকরা জানান, ‘পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে অনেক আনন্দিত তারা। সরিষাবাড়ী থানা পুলিশের কার্যক্রম অনেক ভালো।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, সাধারণ ডায়েরির পর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করেছে। এরপর মোবাইল ফোন মালিকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় মোবাইল উদ্ধারের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :