ঢাকা রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত, খবর শুনে পিতারও মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৩:০৩ এএম

সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত, খবর শুনে পিতারও মৃত্যু

ছেলে ও বাবা। ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের বামনকান্দা নামক বাসস্ট্যান্ডে অজ্ঞাত বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এসআই শরিফুল ইসলাম (৪৪) মারা গেছেন। 

বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের বামনকান্দা নামক বাসস্ট্যান্ডে অজ্ঞাত বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশের এসআই শরিফুল ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার সাতাশিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য (আরআই) নজরুল ইসলামের ছেলে। পুত্র সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদে শোকে পিতা নজরুল ইসলামও সন্ধ্যায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন শিবচর হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট আশিকুজ্জামান। 

তিনি আরও জানান, পুলিশের এসআই শরিফুল ইসলাম ডিএমপিতে কর্মরত ছিলেন। পিতার অসুস্থতার সংবাদ শুনে বিকালে ৫ দিনের ছুটি নিয়ে নিজ মোটরসাইকেল যোগে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন থেকে গ্রামের নতুন বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুসুমদিয়া গ্ৰামের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভাঙ্গার বামনকান্দা নামক বাসস্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় জনতা ও পুলিশ তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশ  ঘটনাস্থলসহ হাসপাতালে পৌঁছে লাশ গ্ৰহণ করেন।

আরবি/জেডআর

Link copied!