ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সাফজয়ী পাহাড়ের মেয়েদের সংবর্ধনা দিতে রাঙামাটিতে প্রস্তুতি

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ১১:৫৯ পিএম

সাফজয়ী পাহাড়ের মেয়েদের সংবর্ধনা দিতে রাঙামাটিতে প্রস্তুতি

ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটির ঋতুপর্ণা, রুপনা, খাগড়াছড়ির মনিকা চাকমাসহ সাফজয়ী পাহাড়ের কৃতি নারী ফুটবলারদের আগমণে তাদের সবংর্ধনা দিতে রাঙামাটিতে চলছে বর্ণাঢ্য প্রস্তুতি। আগামী ২৩ নভেম্বর বিকালে রাঙামাটি চিংহ্লামংমারী স্টেডিয়ামে সর্বজণীন সবংর্ধনার আয়োজন করছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, ঋতুপর্ণা, রুপনা, মনিকাসহ পাহাড়ের কৃতি নারী ফুটবলাররা পুরোজাতির অহংকার। আমরা সবসময় তাদের পাশে আছি। তাদের অর্জনকে সম্মান দেওয়া কর্তব্য সবার। তারা বাড়িি ফরছেন। তাই তাদের জন্য সর্বজণীন সবংর্ধনার আয়োজন চলছে। আমি তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

এবারও নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বার নারী সাফ ফুটবলে  শিরোপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পাশাপাশি  অর্জন  করেছেন সেরা পুরস্কারও।

এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর একই মাঠে একই প্রতিপক্ষ স্বাগতিক নেপালকে ৩-১ গোলে  হারিয়ে সাফ শিরোপা জিতে ছিলেন বাংলাদেশের কৃতি নারী ফুটবলাররা।

আরবি/জেডআর

Link copied!