গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরকারি প্রজ্ঞাপণ অনুযায়ী মহান বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর ও শহীদ বুদ্ধিজীবি দিবস ২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন,
কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খাঁন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার যথাক্রমে এম এ গণি, বজলুর রশিদ মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এফ এফ এম কামাল ও বেলায়েত হোসেন শামীম প্রেসক্লাবের সহসভাপতি ও উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও জাকির হোসেন কামাল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শাহিন প্রমুখ।
সভায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্য করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয়ের প্রতি সম্পুর্ন সম্মান রেখে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের সর্বসম্মতি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আপনার মতামত লিখুন :