উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আসন্ন শারদীয়া দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন। সভায় বক্তব্য রাখেন, মেজর শরীফ, সরকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল রায় প্রমূখ।
আপনার মতামত লিখুন :