ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪

বাউফলে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৯:০০ পিএম

বাউফলে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. জাহাঙ্গীর হোসেন। ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে সিনেমা স্টাইলে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. জাহাঙ্গীর হোসেন নামে এক ভুক্তভোগী। সোমবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের একটি হোটেলে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পৌর সভার নম্বর ওয়ার্ডে ৭৩৬ নং খতিয়ানে ৫৩৮৮, ৫৩৮৫ ও ৫৩৮৬ নং দাগে ১৯৯০ সালে এমদাম, তার মা ভানু বিবি ও মামী সাফিয়া খাতুনের কাছ থেকে ২৩ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় করি। দীর্ঘ ৩৪বছর ধরে সেই জমি ভোগদখল করে আসছি। দেশের পট পরির্বতনের পর  গত   আগস্ট স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে মজিবর মোল্লা, জব্বার মাতব্বরের ছেলে শহিদুল ইসলামসহ ১৫/২০ জনের একটি দল তার জমি দখল করে ছাপড়া ঘর তুলেন।  এসময় তিনি বাধা দিতে গেলে তাকে তাকে প্রাণনাশের হুমকি দেন। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে তার জমি দখলমুক্ত করতে সহায়তা কামনা করেন।  

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মজিবর মোল্লা ও শহিদুল ইসলাম। তারা বলেন, ‘তার জমি দখল করিনি, আমাদের জমিতে ঘর তুলেছি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমি কয়েকদিন আগে যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!