কিশোরগঞ্জের তাড়াইলে স্কুল শিক্ষক আজিজুর রহমান কামালের ব্যক্তিগত উদ্যোগে ৩শ তালের বীজ রোপণ করা হয়েছে।
জানা গেছে, বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় প্রায় দেড় কিমি রাস্তার পাশে এসব তালের বীজ রোপনের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান।
উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান কামাল এর ব্যাক্তিগত উদ্যোগে পুরুড়া উচ্চ বিদ্যালয় হতে কৌলি গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দুই পাশে ৩০০ তালের বীজ রোপন করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্কুলের প্রধান শিক্ষক, ম্যানজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তৌফিকুর রহমান বলেন, তাল গাছ শুধু বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করে না, বরং তাল গাছের নানান উপকারিতা রয়েছে। মানুষ বিভিন্নভাবে তাল গাছ দ্বারা উপকৃত হয়। যেমন: তালপাতার পাটি, তালপাতার পাখা একদা ছিল জনপ্রিয়। তালের রস, তালের গুড়, তালের শাঁস দিয়ে সুস্বাদু মিষ্টি খাবার রান্না করা হয়। তাল দিয়ে ঐতিহ্যবাহী অনেক পিঠা তৈরি করা হয়। তালের গাছ ও পাতা ঘরের কাজে এবং জ্বালানি কাজে ব্যবহার করা হয়। তালের পাতায় সুন্দরভাবে বাসা তৈরি করে সেখানে পাখি বসবাস করে। তালগাছ মানুষ ও পাখি উভয়ের জন্যই উপকারী।
তিনি বলেন, রাস্তার দু‘পাশে, পুকুর পাড়ে, বাড়ির আশপাশে, পরিত্যক্ত জায়গায় তালবীজ বপন করা যায়। সবাইকে সচেতন করে তালবীজ বপনে উদ্যোগী করে তুললে মানুষসহ পশুপাখি বিভিন্নভাবে উপকৃত হবে। আর বজ্রপাত থেকে জীবন রক্ষায় উঁচু তাল গাছের বিকল্প নেই। বেশি করে তাল গাছ লাগালে, বজ্রপাতে প্রাণহানি কমাবে। গ্রামীণ ও উপকূলীয় জনপদে তাল গাছের পরিকল্পিত করলে নান্দনিক ও দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি হবে।
উদ্যোক্তা শিক্ষক আজিজুর রহমান কামাল বলেন, আমাদের এই হাওড় অঞ্চলে বজ্রপাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রাণহানির সংখ্যাও বাড়ছে। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলে বন্যপ্রাণীদের অভায়ারণ্য দিন দিন কমে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সকলের গাছ লাগানো প্রয়োজন।
আপনার মতামত লিখুন :