ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

ধামরাই সরকারি কলেজের অধ্যাপক ড. সামসুল বারীর বিদায় সংবর্ধনা

সাভার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৯:৫৭ পিএম

ধামরাই সরকারি কলেজের অধ্যাপক ড. সামসুল বারীর বিদায় সংবর্ধনা

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকার ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সামসুল বারী অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দিনব্যাপী কলেজটির ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ওই অধ্যাপককে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদের পক্ষ থেকে ফুলের সংবর্ধনা দিয়ে সম্মাননা হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।  এরপরে অধ্যাপককে ফুলের পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। পরে তার হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন মাস্টার্সের শিক্ষার্থী শামীম রেজা ও অর্নাস শেষ বর্ষের শিক্ষার্থী রাকিব, দ্বিতীয় বর্ষের ক্যাপ্টেন তৌফিক সোহেলসহ সব বর্ষের শিক্ষার্থীরা।

এসময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম মিয়ার উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. জিয়াউল হক।

অনুষ্ঠানের সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো.আব্দুল জব্বার।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. টিটোন হোসাইন ও প্রভাষক মো. ওবায়দুল্লাহ, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ইসলাম ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. সামসুল বারীর সহকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

আরবি/এইচএম

Link copied!