সুনামগঞ্জের মধ্যনগরে সনাতনী সমাজের আয়োজনে দেশব্যাপী সংখ্যালগু সম্প্রদায়ের উপর নির্যাতন,মন্দির ভাঙচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে মধ্যনগর উপজেলার সংখ্যালগু সম্প্রদায়ের সকল স্তরের জনগন। দুপুর ২ টায় প্রথমে তারা জগন্নাথ জিউর আখড়া থেকে বিভিন্ন ব্যানার সম্বলিত প্রতিবাদী স্লোগান দিয়ে যাত্রা শুরু করে মধ্যবাজার হয়ে মধ্যনগর হাই স্কুল পর্যন্ত গিয়ে টার্ন নিয়ে শহিদ মিনার প্রাঙ্গনে এসে জমায়েত হয়। তখন তারা জয় শ্রী রাম এবং জাগ হিন্দু জাগ বলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। পরবর্তীতে সমাবেশে বিভিন্ন বক্তারা বর্তমান সরকারের প্রতি বিভিন্ন দাবী তুলে ধরেন।

সংখ্যালগু মন্ত্রনালয় গঠন, সংখ্যালগু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালগুদের উপর সকল ধরনের হামলা প্রতিরোধ আইন প্রনয়ন ও বাস্তবায়ন এবং সংখ্যালগুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্ধ করতে হবে। বাংলাদেশ পুজা উদযাপন ক মিটি মধ্যনগর উপজেলার সভা পতি বাবু দেবল তালুকদার বলেন বিগত সরকারগুলুর পরিবরতনের সাথে সাথে আমরা বারবার নির্যাতিত হয়েছি।

আমাদের হিন্দুদের উপর বর্বরোচিত দানবীয় আক্রমন চালানো হয়েছে। আমরা কি অপরাধ করেছি? আমরা এদেশে জন্ম নিয়েছি, সবার মত আমরাও এদেশের নাগরিক।তাহল্রে আমাদের উপর এত আক্রোশ কেন? বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের প্রতি আহব্বান জানান, অনতিবিলম্বে দেশব্যপী নারকীয় তাণ্ডব, মূর্তি ভাঙচুর, লুটপাট এর তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করার সুযোগ করে দিন। পরিশেষে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য উপস্তিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিকেল ৫টায় শেষ হয় ।
আপনার মতামত লিখুন :