ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ১১:৩৯ এএম

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় কুষ্টিয়ায় বিক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনারের কার্যালয়ে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেলিম বাশার সবুজ, পিয়াস ইবনে সানা, ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি তুষার ইমরান, কুষ্টিয়া জাতীয় নাগরিক কমিটির আহকায়ক রেজাউর রহমান রিন্টু, জেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার উজ্জ্বল হোসেন, নাগরিক কমিটির সদস্য অলি হাসা, ওলামা পরিষদের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
 

আরবি/জেআই

Link copied!