রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতী ডিগ্রী মহাবিদ্যালয়। উপজেলার পূর্বাংশে স্বনামধন্য এই বিদ্যাপীঠ ১৯৯৪ সালে স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠা করা হয়। কিন্তু কলেজের পূর্বের নাম বৈরাতী ডিগ্রী মহাবিদ্যালয় পরিবর্তন করে সাবেক এমপির নামে নামকরণ করে আশিকুর রহমান ডিগ্রী মহাবিদ্যালয় করা হয়। এবার কলেজটি পূর্বের নামে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা।
রবিবার (১৮ আগস্ট) কলেজ মাঠে পূর্বের নাম বহাল রেখে অধ্যক্ষের পদত্যাগ দাবী করেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
এসময় সাবেক এমপি এইচএন আশিকুর রহমানকে চিহ্নিত রাজাকার আখ্যা দিয়ে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এই কলেজ নির্মানে সাবেক সংসদ সদস্যের কোন ভূমিকা নাই। এলাকাবাসীর উদ্যোগে ১৯৯৪ সালে সকলের সহযোগিতায় বৈরাতীহাটের প্রান কেন্দ্রে কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে বলেই কলেজটির নাম বৈরাতী ডিগ্রী মহাবিদ্যালয় করা হয়। অধ্যক্ষ হাসান ইমাম শামীমের যোগসাজসে কলেজের নাম পরিবর্তন করা হয়েছে বলে অবিলম্বে তার পদত্যাগ দাবী করেন বিক্ষোভকারীরা। এছাড়াও অধ্যক্ষের অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ নিয়োমিত কলেজে না আসার তীব্র সমালোচনা করেন বক্তারা।
আপনার মতামত লিখুন :