ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

শিহাবের পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা প্রদান

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৩:৪১ পিএম

শিহাবের পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা প্রদান

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিল থেকে ফিরে মৃত্যুবরণকারী শিহাবের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা শিহাবের স্ত্রী ময়না খাতুনের হাতে চেকটি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজসহ শিহাবের পরিবারের সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে শোকাহত পরিবারকে ২০ হাজার টাকার চেক ও বিভিন্ন ফলমূল প্রদান করা হয়েছে। তিনি বলেন, “শিহাবের পরিবারের পাশে জেলা ও উপজেলা প্রশাসন সবসময় থাকবে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘোষণার পর সারাদেশে বিজয় মিছিল হয়। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাতেও ওই দিন বিকেলে ছাত্র-জনতার বিজয় মিছিল হয়। এই বিজয় মিছিল শেষে বাড়িতে ফিরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন ভ্যানচালক শিহাব উদ্দিন প্রামাণিক (৩০)।

আরবি/জেডআর

Link copied!