কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সেবা কার্যক্রমে জনমনে স্বস্তি দেখা দিয়েছে।বর্তমানে কোনো রকম ভোগান্তি ছাড়াই পৌর এলাকার বাসিন্দারা বিভিন্ন ধরনের সেবা পাচ্ছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০০৬ সালে হোসেনপুর পৌরসভা প্রতিষ্ঠার পর বেশ দক্ষতার সাথেই কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো। গত ৫ আগস্ট সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে প্রথমে পৌরসভার মেয়র পর থেকে অপসারণ হন নির্বাচিত মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন। কিছুদিন পর উক্ত পৌরসভার সকল কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরও অপসারিত হন।
দ্বিতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে সরকারি সিদ্ধান্তে পৌর প্রশাসকের দায়িত্ব পান হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান। পরবর্তীতে কাউন্সিলরগণের দায়িত্ব পান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা প্রকৌশলী জাবের হোসেন, সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম এবং যুব উন্নয়ন অফিসার মো. মোফাজ্জল হক।
এমন পরিস্থিতিতে পৌর নাগরিকগণ মনে করেছিলেন জনপ্রতিনিধিদের সেবার কার্যক্রমে ভাটা পড়বে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে মাসিক সভার মাধ্যমে প্রত্যেকেই নিজ দায়িত্ব ও কর্তব্য বুঝে নেন। পৌর প্রশাসক ফরিদ আল সোহান নানা ধরনের জরুরী কাজে ব্যস্ত থাকার পরও পৌরসভার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। পানি নিষ্কাশনের জন্য রাস্তা সংস্কার ব্যবস্থা সচল করা হয়েছে। পৌরসভার যানজট নিরসনের জন্য ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও ডেঙ্গু মশা নিধনের জন্য জনসচেতনতামূলক সমাবেশ ও ওষুধ ছিটানো হয়েছে। নাগরিকত্ব সনদ, জন্ম- মৃত্যু নিবন্ধন ও ওয়ারিশান, ট্রেড লাইসেন্সের জন্য কোন ভোগান্তি পোহাতে হচ্ছে না পৌর নাগরিগদের।
পৌর এলাকার বাসিন্দা মো. লিটন মিয়া জানান, পূর্বের তুলনায় কোন কাজের জন্য বসে থাকতে হয় না। ভালো মানের সেবা পেয়ে আমরা স্বস্তি ভোগ করছি।
পৌরসভার আরেক বাসিন্দা সাব্বির মিয়া জানান, দ্রুত সময়েই এখন জন্মনিবন্ধন সহ অন্যান্য সেবা পাওয়া যাচ্ছে। তাছাড়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চোখে পড়ছে।
পৌরসভা নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ জানান, পৌরসভার সকল কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে চলছে। আমরা জনগনের ভোগান্তি লাঘবের চেষ্টা করছি।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান জানান, পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। জনগণের ভোগান্তি কমিয়ে আনতে পৌরসভার সেবা কার্যক্রম বাড়ানোর কার্যক্রম চলমান।
আপনার মতামত লিখুন :